অসমাপ্ত অনন্যা
by Dipankar Mandol
মুরগীর মতো খুঁটে খাওয়া জীবন
হাঁসের মতো সহজে গিলে খেতে চাই না; চুনোপুটি
নিম্নবিত্ত মন নিয়ে মাংসের কাছে ঘোরাঘুরি
হতাশা সংযত রেখে -
নিজের যাতায়াতের পথটা রেখে
জাল বুনতে দিয়েছি মাকড়সাকে।
এ পথ দিয়ে এসো না অনন্যা -
কাঁটা বিঁধবে বুকে
তোমাকে আমি মাথায় করে রেখেছি
কালিতে ঝরবে বলে।
- দীপঙ্কর মন্ডল
No comments: