কর্তব্য
by Dipankar Mandol
রাত্রি জড়ানো হাত
উষ্ণতা ছড়ানো বুক ছেড়ে
মাথা উঁচু দেখাতে হবে হিমালয়
বন্ধনহীন টান-টানে
যেতে যে হবেই
আরেকটা রাত বসে দুয়ারে -
উষ্ণতা ছড়ানো বুক ছেড়ে
মাথা উঁচু দেখাতে হবে হিমালয়
বন্ধনহীন টান-টানে
যেতে যে হবেই
আরেকটা রাত বসে দুয়ারে -
- দীপঙ্কর মন্ডল
No comments: