পথের মাদকতা (Venomous Life)

Poem - Pother Madokota

পথের মাদকতা

পার্থিবতার ঝড়ো হাওয়ায়  আর
নোংরামি র dustbin এর অন্তরালে - মূল্যবোধ এর
চশমাটা ক্রমশ ই ঝাপসা হতে থাকে -
কতক টা  না পাওয়ার আর কতক টা হারানোর ভয়
জীবন সংগ্রাম এর রক্তাক্ত পথে
ক্লান্ত আমি আপোস আর সমঝোতার বোঝায় !
পথের মাদকতার বিষাক্ত নেশায় আসক্ত আমি
নিজেকে আর নিজস্বতা গুলো কে হারিয়ে আমি নিঃস্ব !

automation এর যাতাকলে বাধা পরে -
সাত টা ত্রিশে ব্রেকফাস্ট - আট পাঁচে ট্রেন,
হৃদয় সত্তার গভীরতা কমতে কমতে তলানিতে -
মায়ের হাতের লুচি আর আলুর দম বদলে
ম্যাক ডি আর সাবওয়ে তে !
বাবার শেষ চিঠির তারিখটা ভুলে
এখন বাধা পরে আছি facebook আর rediff bole !
পথের মাদকতার বিষাক্ত নেশায় আসক্ত আমি
নিজেকে আর নিজস্বতা গুলো কে হারিয়ে আমি নিঃস্ব !

কতগুলো নখ দাঁত বের করে থাকা
তেলহীন শুষ্ক ভদ্রলোককে
খুশি করতে নানারকম shortest path algorithm
কখনো অর্ধসত্য - কখনো পুরোপুরি মিথ্যা..
কখনো বা পাশের জনকে আঁচড়ে দেয়া!
বাস্তবতার থাপ্পরে কাল্সীটে পরা এই গালে
লাগেনা আর এতোটুকু ব্যথা !
পথের মাদকতার বিষাক্ত নেশায় আসক্ত আমি
নিজেকে আর নিজস্বতা গুলো কে হারিয়ে আমি নিঃস্ব !

No comments:

Powered by Blogger.