ত্রিভূজালয়

by Dipankar Mandol


তিন কোনা করে কাগজ কাটবো --
আমার পৃথিবী তোমাকে 
মেলাইনি বলে। 
একবার হিমালয় চুড়ায় দাঁড়াব 
আমরা কোথায় আছি দেখতে 
সমতল আমাদের পথই চিনিয়েছে 
প্রতীক্ষালয়ের সন্ধান দেয়নি। 
তুমি সম্ভব হলে বারান্দায় দাঁড়াও 
কথা আছে --
একটা গাছ কাটব
একটা প্রাণ পাইনি বলে --

- দীপঙ্কর মন্ডল

No comments:

Powered by Blogger.