জয়শ্রীর জন্য
by Dipankar Mandol
কেমন আছো জয় --
দুঃখকে ভালোবেসে --?
তোমাকে বলে বলে
যে পুতুলগুলো ভাঙলো - ভালোবেসে
তার স্বপ্নে এখনো কি
তুমি ওঠো সিঁড়ি বেয়ে ?
নাকি -- তুমিও
ভোলার স্বপ্ন দেখো - ভালোবাসে ?
কেমন আছো জয় ?
মাটি-পাথরের সঙ্গে - বোবা হয়ে --
- দীপঙ্কর মন্ডল
দুঃখকে ভালোবেসে --?
তোমাকে বলে বলে
যে পুতুলগুলো ভাঙলো - ভালোবেসে
তার স্বপ্নে এখনো কি
তুমি ওঠো সিঁড়ি বেয়ে ?
নাকি -- তুমিও
ভোলার স্বপ্ন দেখো - ভালোবাসে ?
কেমন আছো জয় ?
মাটি-পাথরের সঙ্গে - বোবা হয়ে --
- দীপঙ্কর মন্ডল
No comments: