ছায়াময় জীবন
by Dipankar Mandol
পাথরের ইতিহাসে - সাক্ষ্য লাগে না
জল - বাস্প - লবণ
চিনেছে লোহাময় জীবন।
শিরনি প্রসাদ ঠিক খুঁজে
নেবে নিরন্ন অভুক্তকে।
যন্ত্রনাময় হিমালয়
এখনো চুপ -
দুচোখের জল কি
সব কথা বলতে পারে -
অজানা - নির্জনে পাখির ডাক
কি চিনিয়ে দিতে পারে
হারানো সেই রাস্তা
যা তোমার বাড়ির পাশ দিয়ে গেছে।
- দীপঙ্কর মন্ডল
No comments: