গাছে গাছে অনন্যা
by Dipankar Mandal
সব ভালোবাসাই একদিন
মরে যায় - জলের অভাবে
কান্না দিয়ে বাঁচিয়ে রাখা
খুব কঠিন কাজ -
যে মেয়েটা এখনো ফুঁপিয়ে কাঁদে
সান্ত্বনা তার অদৃশ্য চাঁদর
ছুঁয়ে দিও না কখনো তাকে
গাছের ঘুমে চুপ করে থাকুক
গোপন প্রেমিক নাম লিখে
রাখুক আজ গাছে গাছে।
- দীপঙ্কর মন্ডল
No comments: