অনন্যা -১
by Dipankar Mandol
আমার বাড়ীর পাশ দিয়ে
যে নদীটি বয়ে যায়
লাল পাড়ের শাড়িতে
আমি জানি সেও কাঁদে প্রতিরাতে
যে পাড় ভাঙতে পারলে না বলে
নদী তুমি শুকিয়ে গেলে
আমি তাতে জল দিয়ে রেখেছি
ইচ্ছে মতো কাঁটা খাওয়ার আশায়।
- দীপঙ্কর মন্ডল
No comments: