ভালোবাসাহীন ভালোবাসা



নিঃশব্দ নৈরাশ্যের পৃথিবীতে
ভালোবাসার গুড়ি গুড়ি বৃষ্টি;
সময়টা হঠাৎ পেছনে ফিরে তাকিয়ে দেখে
ক্লীশে নগরের কীর্তি -
পথ চলতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়া পাড়ার দাদু
অবাক চোখে আকাশপানে চেয়ে
চশমাটা দুচোখে এঁটে নেয় শক্ত করে,
ভালোবাসামুখর পৃথিবীতেও
ভালোবাসার জন্য দুচোখ বেয়ে তার জল গড়িয়ে পরে।

সৃষ্টি আজ বন্ধ্যা হয়ে সমাজসেবীর খপ্পরে
বেহায়াপনা আর রিমিক্স এর তালে নাচে,
হাজারো রোশনাই চারিধারে
তবুও ব্যালকনি হতে অন্ধকার রাতে ডেকে নেয় কাছে -
কতকটা সত্যি কতকটা মিথ্যা
হিসেবটা পূর্ণতা পায়না;
সময় হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে ভাবে
শরীরের এ ব্যাধির ঔষুধ কোন কবিরাজি সৃষ্টি।

ভালোবাসার বর্ষা আজ ফিরেছে
টুকরো হয়ে যাওয়া ছবিগুলো আজও
জোড়া লাগেনি;
চারিদিকে নতুনের ছড়াছড়ি,
আমার পুরাতন প্রেয়সী এখনো নতুন হয়নি।
সিগারেটের প্যাকেট মুচড়ে নীলকণ্ঠের হাতছানি
রেস্তোরাঁ আর বার উল্টো হয়ে গেছে -
কিনতু আমার পাশে আজও তারই স্পর্শ
কতকটা মিথ্যে আর কতকটা সত্যি।

No comments:

Powered by Blogger.