শুধুই তোমার খোঁজে !


অনেকটা রাস্তা পেরিয়ে এসে আজ পেছনে ফিরে
দু চোখ শুধু তোমার খোঁজে !
ওয়ান ওয়ে রাস্তায় ট্রাফিকের মাঝে দাঁড়িয়ে
হঠাৎ তোমায় দেখতে পাই অন্য পাশে;
আমার চিৎকার ডাক - কোলাহলে চাপা পরে যায়,
ডিভাইডার টপকে ছুটে যাওয়াটাও কোনো অপশান নয় -
পেছনের হর্ন শুনে এগিয়ে চলি শম্বুক গতিতে,
উল্টো দিকে তোমার সাদা হেলমেট যায় দুরে মিলিয়ে।

সাত মাথা রাস্তায় দাঁড়িয়ে সেদিন
প্রথম দেখায় তোমায় চিনতে পারিনি -
তুমি পাশেই ছিলে, তোমায় দেখেও দেখিনি।
ঝা চকচকে রাস্তার হাতছানিতে এগিয়ে গেছি;
আজ এতটা রাস্তা পেরিয়ে
সামনের সাইন বোর্ডগুলোতে জিজ্ঞাসা চিহ্নের ছড়াছড়ি।
আজ তোমায় খুঁজে ফিরি - ল্যাপটপ এর রিজুমে তে,
ইন্টারনেট এর জ্ঞান সমুদ্রে;
খুঁজি তোমায় সফল মানুষের ব্যার্থতার কাহিনীতে।
কখনো ছাদের অন্ধকার পাংসুটে কোন -
কখনো কফি শপের ঠান্ডা কোণের টেবিলে।

খালি বাসের পেছনের  সিটে বসে -
তোমার মুখছবি ভেসে ওঠে গলিরাস্তার মুখে -
ঠিকানাটা ভালো করে দেখার আগেই
কন্ডাকটর এর টিকেট এর তাগাদা -
বাস গলিরাস্তা পেছনে ফেলে ছুটে চলে;
পেছনে ঘুরে দেখি - তুমি তখনো দাঁড়িয়ে,
আমি শুধু দূরে চলে যাচ্ছি প্রতিটা মুহুর্তে !

No comments:

Powered by Blogger.