আমি শুধুই - তোমায় ফিরে পেতে চাই !
আমি শুধুই - তোমায় ফিরে পেতে চাই !
চলতি পথে লুকিয়ে এক ঝলক তোমায় দেখা,
চলতি পথে লুকিয়ে এক ঝলক তোমায় দেখা,
সাদা শাড়ি নীল পাড়ের মাঝে কালবৈশাখী তান্ডবে
ধূলিঝড়ের মাঝেও চোখে চোখ রাখা।
ধূলিঝড়ের মাঝেও চোখে চোখ রাখা।
রাতের ব্যালকনিতে জোসনাতে ডুবে জেগে থাকা
কখনো নথিহীন সপ্ন, কখনোবা চাঁদের সাথে কবিতা,
তোমার সাথে না বলা, না শেষ হওয়া অফুরন্ত কথা।
শীতের সকালে বাবার কাছে গ্রামার শিখতে শিখতে
সৃষ্টিতে মেতে ওঠার ডাকে -
কোদাল হাতে নেমে পরা ব্যাডমিন্টন এর কোর্ট কাটতে।
গলিপথের ভাঙ্গা দেয়ালে পা ঝুলিয়ে বসে
বেলা কাবার কত না ছক কষে।
ওপাড়ার বুলেট ক্লাবকে শিক্ষা দেয়ার মন্ত্রণা,
কখনো 'রাস্তা'ভোজন, কখনোবা 'রানার' হয়ে
পাড়াদাদার প্রেমপত্র পৌছে দেবার পরিকল্পনা।
অপ্রকাশিত সব গল্পের ঝুলি,
পেছনে পেছনে বড়দের শাসনের বুলি -
দুরে মিলিয়ে যায়
কফিশপের অশালীন নিস্তব্ধতা আর ঠান্ডা শীতল হাওয়ায়।
অনর্থক সোশ্যাল কোলাহলে - আজ শুধু যেন কান বাজে ;
এত বন্ধুর ভীড়েও ওরা এখনো নিখোঁজ রয়ে গেছে।
সুভাষ বাবুর ক্লাসে সেদিন 'বিদ্রোহী' শুনে
আমার হঠাৎ বিদ্রোহী হয়ে ওঠা মনে মনে -
সেবছর স্বাধীনতা দিবসে
একটা আলাদা রকমের অনুভূতি
আশ্চর্য রকমের প্রতিজ্ঞা দেশ আর দশের প্রতি।
সোশ্যাল মিডিয়ার বানানো দমকা হাওয়ায়
আমার দেশপ্রেম, সেই আত্মপরিচয়
আজ নিভু নিভু প্রায়।
ভীড়ের বাসের এক চিলতে জানালা দিয়ে
আমার মূল্যবোধ আর শিক্ষা গড়িয়ে পড়ে বাইরে।
আমি এক চোখ বন্ধ রেখেই বোতাম টিপে যাই ;
ব্যঙ্গে চোখরাঙানিতে ওদের দেয়াল কালো হয়ে যায় -
আমি আর আমরা ছাড়া বাকি সব নষ্ট,
তোমাদের সবকিছু ভুলে ভরা, তোমরা পাপী - ভ্রষ্ট।
আজ আমার দৃষ্টি তোমার ভরা বুকে
দামী রেস্তোরার অন্ধকারে কিংবা ডিস্কে -
সতীর সত্যিটা আজ চাপা পড়ে লাউড মিউসিকে।
আজ তোমার সাথে মাতলামি এক্সক্লুসিভ ডেটে -
আমার প্রেমেও উষ্ণতা - উষ্ণায়ন আর বিশ্বায়ন এর চোটে !
অস্থিরতার চরমে আমি প্রাচুর্য্যের মাঝে হাবুডুবু খাই -
আমি শুধুই - তোমায় ফিরে পেতে চাই!
No comments: