Fujiyama
অগ্নিশর্মা ফুজিয়ামা
সমগ্র পৃথিবীর মাঝে
যখন একটি ভিসুভিয়াস হতে
বলকে ওঠে লাভারাশি -
যখন একটি ফুজিয়ামা
ক্রোধে হয়ে ওঠে অগ্নিশর্মা -
তখন সকলেই করে হাসাহাসি।
তবুও সক্রেটিস পান করে হেমলক
ফাঁসিরজ্জু গলায় পরে কোনো এক
বিপ্লবী সন্তান সাহসভরে -
তবুও লাভারাশি এসে দেয় ঢেকে
সমস্ত অন্যায়, অবিচার, অসত্যকে
না হয়ে ভীত কোনো বাধার ডরে।
সমাজের অন্তস্থলে যখন চলে নোংরামি,
সকল স্তরে স্তরে অলসতা, কুড়েমি -
তখনি কর্মদ্যোগে আর পরিবর্তনের ধ্বনিতে
ভাস্বর করে তোলে সমগ্র ধরাকে।
শত অবিচার, শত অন্যায়
তবুও সবশেষে প্রাধান্য পায়
ক্রোধস্বর ফুজিয়ামার -
হেমলক পানেও 'মৃত্যু' হয় না 'সক্রেটিস' এর!
No comments: