Century - সেঞ্চুরী
সেঞ্চুরী
লিস্টের সব শেষ নাম-ঠিকানার বাড়ীতে
লিস্টের সব শেষ নাম-ঠিকানার বাড়ীতে
নক করলাম-
'নিমন্ত্রণ পত্র' দিয়ে আবার রিকশায়
চাপলাম।
যেদিন পরীক্ষার রেজাল্ট বের হলো-
চারিদিকে কতো খুশির মহল;
মা বাবার মুখের সাথে সাথে চোখের কোণের
হাসি- আমার আজও মনে আছে।
এই তো সেদিনেরই কথা -
সেদিনকে অঞ্জলিও বাড়িতে এসেছিল;
ফার্স্ট ক্লাস পেয়েছিলাম-
সকলেরই হাসিমুখে 'Congratulations';
সে এক অদ্ভুত অনুভূতি।
মামা 'tradition' ভেঙ্গে একটা মস্ত
পার্টির আয়োজন করেছিলেন।
সবকিছুই স্বপ্নের মতো-
অঞ্জলি আড়ালে ডেকে দু হাত ধরে
বলেছিলো- উই হেভ বিন মেড ফর ইচ
আদার।
পাশের বাড়ির ডাক্তারকাকুও
মাথায় হাত রেখে আশির্বাদ করলেন
-
ওয়েল ডান- ওয়ে টু গো,
এই কত কি -?
আজও সব্বাইকে পার্টিতে আমন্ত্রণ
জানালাম-
আমার চাকুরীর ইন্টারভিউ এর সেঞ্চুরী,
আর আজ সেই সেঞ্চুরীর জন্য
celebration-
অদ্ভূত লাগছে?
গত তিন বছরে অনেক কিছুই অদ্ভূত হয়েছে-
অঞ্জলির বিয়ে হয়ে গেছে ইঞ্জিনিয়ার
এর সাথে-
'ওর' আপত্তি ছিল না;
সেই ডাক্তারকাকু আমায় বাউন্ডুলে আখ্যা
দিয়ে
সমাজব্যবস্থার দোষ ঢেকেছেন;
প্রথম প্রেম হারিয়েছি,
সার্টিফিকেট গুলোর মুল্যও ভুলে গেছি–
মা বাবার চোখের কোনের হাসিটুকু মৃতপ্রায়;
তবুও- তবুও আমি চাই এনজয়।
No comments: