Hiseb Meleni - (Miscalculation)
তবুও আজ হিসেব মেলাতে,
জীবনের differentiation আর integration এর
ফর্মুলাতে বার বার হোচট খেয়েছি ।
না পাওয়ার অনেক লম্বা লিস্ট দেখে
হাল ছেড়ে -
নিয়ে বসেছি পাওয়ার দিকটা দেখতে -
শেষ হয়ে এলো vicks , seridon
লিস্টে তবুও null pointer exception !
সবাই শূন্যতায় ভরিয়ে একে একে সরে গেছে,
অপরাধগুলো আজও বুঝিনি !
সময়ের তাচ্ছিল্য নিয়েছি মাথা পেতে -
শাস্তির মেয়াদও কেউ বলেনি !
বারবার অতীতের হুঙ্কার -
পেছন ফিরে দেখতে সাহস হয়নি -
অসহায়ত্বের চরম ছোবলে নীলাভ শরীর
নিয়ে তবুও এগিয়ে চলেছি ।
আজ ২১শে -
হাতের ঘড়ির দিকে তাকিয়ে মনে পড়েছে
সে কত দ্রুত উল্টো দিকে ছুটেছে -
সময়ের আবেশী আবাহনে
ছুটে চলেছি আর্কটিকের পানে -
সাফল্যের মঞ্চে দাড়িয়ে ফ্যালফ্যাল চোখে দেখেছি
অচেনা - অজানা - চারিপাশ
পিঠখানা চাপড়ে দেবার কেউ নেই !
জীবনের differentiation আর integration এর
ফর্মুলাতে বার বার হোচট খেয়েছি ।
না পাওয়ার অনেক লম্বা লিস্ট দেখে
হাল ছেড়ে -
নিয়ে বসেছি পাওয়ার দিকটা দেখতে -
শেষ হয়ে এলো vicks , seridon
লিস্টে তবুও null pointer exception !
সবাই শূন্যতায় ভরিয়ে একে একে সরে গেছে,
অপরাধগুলো আজও বুঝিনি !
সময়ের তাচ্ছিল্য নিয়েছি মাথা পেতে -
শাস্তির মেয়াদও কেউ বলেনি !
বারবার অতীতের হুঙ্কার -
পেছন ফিরে দেখতে সাহস হয়নি -
অসহায়ত্বের চরম ছোবলে নীলাভ শরীর
নিয়ে তবুও এগিয়ে চলেছি ।
আজ ২১শে -
হাতের ঘড়ির দিকে তাকিয়ে মনে পড়েছে
সে কত দ্রুত উল্টো দিকে ছুটেছে -
সময়ের আবেশী আবাহনে
ছুটে চলেছি আর্কটিকের পানে -
সাফল্যের মঞ্চে দাড়িয়ে ফ্যালফ্যাল চোখে দেখেছি
অচেনা - অজানা - চারিপাশ
পিঠখানা চাপড়ে দেবার কেউ নেই !
No comments: